চুরির মাল উদ্ধারে গিয়ে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হাঁসুয়ার কোপ খেলেন পুলিশকর্মী। বুধবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের আলিনগরের ঘটনা। ঘটনার পর তল্লাশি⛎ চালিয়ে ২ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামী।
জানা গিয়েছে, একটি চুরির ঘটনায় আলিনগরের বাসিন্দা সোহেল রান🌜া নামে এক যুবককে দিন কয়েক আগে গ্রেফতার করেছিল পুলিশ। চুরির মাল উদ্ধার করতে বুধবার রাতে তার বাড়িতে যান ডোমকল থানার এক এসআই। তখন অভিযুক্তের স্ত্রী, ভাই, বউদি, ঠাকুমা ও ঠাকুরদা হামলা চালায়। অভিযুক্তের ঠাক൲ুমা ওই পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলি প্রধান। এক প্রতিবেশী জানিয়েছেন, পুলিশকর্মীর গলায় হাঁসুয়া ধরে অভিযুক্তরা। কোনও ক্রমে সেখান থেকে পালান তিনি।
এর পর সকাল হলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় ধরপাকড়। স্থানীয়দের দাবি, ধরপাকড়ের নামে নির্দোষদের গ্রে༒ফতার করে নিয়ে যায় পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী ও এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্র🐭ধানও।