বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হ💎ওয়ার পরে এমনিতেই সমস্যায় রয়েছেন শাকিব আল হাসান। বাদ পড়তে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকেও। এবার বাংলাদেশের তারকা অল-রাউন্ডার❀ ঘোরতর দুশ্চিন্তায় পড়লেন মাঠের বাইরেও। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।
সুপারস্টার ক্রিকেটার তথা বাংলাদেশের প্রাক্তন ✨সাংসদের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছিল। যার শুন♍ানিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় শাকিবকে। আদালতের নির্দেশ অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল তারকা অল-রাউন্ডারকে।
তবে সেই নির্দেশ না মানায় রবিবার কঠোর পদক্ষেপ নেওয়া হয় শাকিবের বিরুদ্ধে। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোඣপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
কোন অপরাধে শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়?
গত ১৫ ডিসেম্বর শাকিব আল হাসান-সহ মোট চারজনের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়। সেই𒈔 মামলার শুনানিতে ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় শাকিবদের। তবে আদালতের সেই নির্দেশ অমান্য করায় রবিবার গ্রেফতারি পরোয়ানা জারি হয় চার অভিযু♈ক্তের বিরুদ্ধে।
শাকিব ছাড়া বাকি তিন অভিযুক্ত হলেন গাজী শাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালাইকা বেগম। শাহগীর হলেন শাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি। ইমদাদুল ও মালা🥀ইকা হলেন সংস্থার দুই পরিচালক।
ব্যবসায়িক কারণে শাকিবের সংস্থাটি বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাঙ্কের বনানী শাখা থেকে ঋণ নেয়। পরে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ২টি চেক ইস্যু করা হয়। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক বাউন্স হয়। যা💜র প্রেক্ষিতেই শাকিবদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গতবছর শেষের দিকে কাউন্টি খেলতে গিয়ে সমস্যায় পড়েন শাকিব। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। প্রা🃏থমিকভাবে তাঁর বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষিত হয়। পরে তিনি অ্যাকশন ঠিক করার চেষ্টা করেন। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পরেও শাকিবের বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত✱ হয়নি।
শাকিব ভারত সফরের টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। তিনি ইতিমধ্যে আন্💦তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে লাল বলের ক্রি𝕴কেটকেও বিদায় জানানোর ইচ্ছা ছিল শাকিবের। যদিও নিরাপত্তাজনীত কারণে শাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি।