Hindustan Times
Bangla

বিজয়ার আবহে দারুণ চমক দিলেন দেবলীনা কুমার। সঙ্গে নিলেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে। রোম্যান্টিক মুডে লাইমলাইট কাড়লেন তারকা জুটি। 

গৌরবকে নিয়েই মাতলেন বরণ থেকে সিঁদুর খেলায়। ভাগ করে নিলেন তাঁদের সিঁদুর রাঙা ছবি। রংমিলান্তিতে সেজে উঠে ছিলেন তারকা দম্পতি।

তবে কেবল গৌরব নয়, বাবার সঙ্গে রং মিলিয়ে সেজেছিলেন দেবলীনা। দেবাশিস কুমারের পরনে ছিল লাল পাঞ্জাবি, অন্যদিকে দেবলীনা সেজে উঠেছিলেন শাড়ি আর সোনার গয়নায়। 

তবে গৌরবও শাশুড়ি মায়ের সঙ্গে লালে লালে সেজে উঠেছিলেন। তাঁরা একসঙ্গে ধরা দিয়েছিলেন ফ্রেমে।

শুধু পরিবার নয়, বন্ধুদের নিয়েও বিজয়ার সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন তারকা দম্পতি। তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও।

তবে কেবল সিঁদুর খেলা নয়, প্রথা মেনে প্রতিবছরের মত এ বছরও দেবীবরণে অংশগ্রহণ করেছিলেন দেবলীনা।

মাকে পাশে নিয়েই বরণডালা সাজিয়ে দেবীবরণ সেরেছেন অভিনেত্রী।

caco88