By Priyanka Mukherjee
Published 8 Oct, 2024
Hindustan Times
Bangla
সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, 'মিথ্যেবাদী' তকমা জুটল রান্নাঘরের রানির
মায়ের মৃত্যু, আরজি করের ঘটনার জেরে এই বছর ধুমধাম করে দুর্গা পুজো না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়
কোনও পরিস্থিতিতেই মায়ের আরাধনা বন্ধ রাখা সম্ভব নয়, সুদীপার সেই কথা মেনে নিয়েছিলেন সকলেই
কিন্তু এদিন অভিনেত্রী-সঞ্চালিকার সাজের বহর দেখে হয়রান অনেকেই। ধেয়ে এসেছে নেতিবাচক মন্তব্য
লাল পাড়-ঘিয়ে রঙা তসর শাড়িতে ঝলমলে সুদীপা, সঙ্গে গা ভর্তি সোনার গয়না- ঠিক যেন রাজরানির বেশে অগ্নিদেব ঘরণী
মহাপঞ্চমীর দিনই সুদীপার এই সাজ দেখে অনেকেই মন্তব্য করেছেন- 'এত মিথ্যে বলেন কেন আপনি?' কেউ বলেন, 'এত সাজ কীসের?'
সুদীপা অবশ্য কটাক্ষের পালটা জবাব দেননি। চাটুজ্জে পরিবারের গিন্নী ব্যস্ত পুজোর আয়োজন নিয়েই
সৎ পুত্র আকাশ, ছেলে আদিদেব এবং স্বামী অগ্নিদেবের সঙ্গে একফ্রেমে সুদীপা
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88