By Sayani Rana
Published 19 Jan, 2025
Hindustan Times
Bangla
কফির এই ৬ ফেস প্যাক দিয়ে ঘরে বসেই পাবেন উজ্জ্বল ত্বক!
অনেকেই কফি পান করতে পছন্দ করেন। তবে আপনি কি জানেন যে কফি আপনার ত্বকের জন্যও উপকারী?
Pexels
কফি ত্বকের অনেক সমস্যা যেমন ট্যানিং, পিম্পলস, পিগমেন্টেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। জেনে নিন কফি দিয়ে উজ্জ্বল ত্বক পাওয়ার কিছু সহজ টিপস।
Pexels
ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে এক চা চামচ কফির গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের নীচে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।
Pexels
ব্রণ থেকে মুক্তি পেতে কফি পাউডারের সঙ্গে বেসন, মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
Pexels
কফিতে উপস্থিত পলিফেনল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এজন্য কফির গুঁড়োয় লেবুর রস যোগ করতে পারেন।
Pexels
কফিতে উপস্থিত ক্যাফিন প্রদাহ কমাতে সাহায্য করে। এজন্য কফিতে ঠাণ্ডা জল মিশিয়ে একটি কটন প্যাডের সাহায্যে চোখের নিচে লাগাতে পারেন, মুখ সতেজ দেখাবে।
Unsplash
কফি গুঁড়োর মধ্যে চালের আটা, মধু ও কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে, সেটি দিয়ে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পরে মুখ ধুয়ে ফেলুন।
Pexels
কফি পাউডারে চিনি ও দই মিশিয়ে কফির স্ক্রাব তৈরি করুন। এবার এই পেস্ট দিয়ে মুখ স্ক্রাব করুন।
Pexels
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88